শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫

মন খারাপ ~ রঘুনাথ মণ্ডল

রেখে গেলাম বাসস্থান
চড়ুই বাসা বাঁধবে
নীলকণ্ঠ পাখির পালক দিয়ে বাতাস করো l রিমি l
মন খারাপের কিছু নেই
গোধূলীর আলোয় আমি আসবো
গরুর খুরের ধুলো হয়ে
তোমার পায়ে পায়ে বিছানা
কত কিছুই ফেলে এলে হিসেব করেছ l ছাই !
পুকুর ঘাটে পাথর হয়ে আছি
তোমার মন খারাপের গল্প শুনবো

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...