শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫

দুঃস্বপ্ন নগ্ন সত্যের ট্রেলার ~ বৈশাখী রায়চৌধুরী


শহর,
অনুভূতিশূন্য সাম্রাজ্যের চিত্ররূপ।
সাম্রাজ্যের সম্পত্তি,
চারটে দেওয়াল, একটা ছাদ, আর একটা ঘড়ি।
ঘড়ি,
একমাত্র স্পন্দনরত জীব।
গাছ,
সবুজহীন টবে গোঁজা অক্সিজেন কাঠি।
রাস্তা,
লাল মাটি ও লাল রক্ত চাপা দেওয়া
এক পিচঢালা কবর।
ফ্লাটবাড়ি,
পিঁপড়ে লেগে যাওয়া কিছু হৃদপিন্ডদ্বয়ের বাসস্থান।
শপিং মল,
লক্ষ লক্ষ সত্যের উপর দাঁড় করানো এক কাঁচে ঢাকা মর্গ।
বৃদ্ধাশ্রম,
দায়িত্ববান পুত্রের গোল্ডমেডেল।
নিমতলার ঘাট,
শান্তির বাসরঘরে উপন্যাসের হ্যাপিওয়ালা এন্ডিং।
এতক্ষণ কি দেখলাম আমি? কি ভয়ানক দুঃস্বপ্ন।
দুঃস্বপ্ন,
নগ্ন সত্যের ট্রেলার।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...