শ্যাওলা জমা রেইন পাইপে বৃষ্টি- সাঁতার,
এলোপাথারি ঝাপটা এসে
ভিজছে খাতা---
ভিজছে ভিজুক কালো কাচের বন্ধ সকাল...
এলোপাথারি ঝাপটা এসে
ভিজছে খাতা---
ভিজছে ভিজুক কালো কাচের বন্ধ সকাল...
এমনিতে তো সকাল হলেই অ্যালার্ম ঘড়ি,
একই তো সেই শহর-স্নানে গরম গিজার,
রান্নাঘরে উঁকি দিয়েই
ব্যস্ত ট্রাফিক অফিসমুখী...
একদিন না হয় ভিজছে ভিজুক
বড্ড একা ব্যালকনি-টা।
একই তো সেই শহর-স্নানে গরম গিজার,
রান্নাঘরে উঁকি দিয়েই
ব্যস্ত ট্রাফিক অফিসমুখী...
একদিন না হয় ভিজছে ভিজুক
বড্ড একা ব্যালকনি-টা।
মন খারাপের সঙ্গে বাজুক
রবীন্দ্রময় গোল সি.ডি-টাও,
পুরোনো সব গল্প স্মৃতি ছেঁড়া মলাটে---
আর ছন্দছাড়া কবিতাগুলো
বৃষ্টি ফোঁটায় ঝরে পড়ুক...
ভিজছে ভিজুক স্বপ্নবিভোর কৃষ্ণচূড়া।
রবীন্দ্রময় গোল সি.ডি-টাও,
পুরোনো সব গল্প স্মৃতি ছেঁড়া মলাটে---
আর ছন্দছাড়া কবিতাগুলো
বৃষ্টি ফোঁটায় ঝরে পড়ুক...
ভিজছে ভিজুক স্বপ্নবিভোর কৃষ্ণচূড়া।
জমে থাকা জল লাফিয়ে উঠুক
গাড়ির চাকায়,
উইন্ড্ স্ক্রিনে হাত বুলিয়ে
যান্ত্রিকতা মুছে দিক জল...
তবু ভিজবে আবার,
ভিজবে আবার
আমাদের গায়ে মিথ্যে মিথ্যে স্বপ্নপোষাক।
ভিজছে ভিজুক।
গাড়ির চাকায়,
উইন্ড্ স্ক্রিনে হাত বুলিয়ে
যান্ত্রিকতা মুছে দিক জল...
তবু ভিজবে আবার,
ভিজবে আবার
আমাদের গায়ে মিথ্যে মিথ্যে স্বপ্নপোষাক।
ভিজছে ভিজুক।
মেঘের বুকে প্রেমের গন্ধ, সোঁদা কংক্রীট,
পাতাবাহারে লালচে হলুদ চঞ্চলতা---
এমনি করেই ঘুরছে ঘড়ি
আর, জানলার ধারে আমার আমি
ভিজতে দেখছি কলকাতা-কে...
পাতাবাহারে লালচে হলুদ চঞ্চলতা---
এমনি করেই ঘুরছে ঘড়ি
আর, জানলার ধারে আমার আমি
ভিজতে দেখছি কলকাতা-কে...
সমস্ত দিন
ভিজছে, ভিজুক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন