কাব্যঃ আচ্ছা, এরকম সারা মাথা-কান-গলা ঢেকে এসেছো কেন?
কবিতাঃ নজর না লেগে যায়!
কাব্যঃ কার?
কবিতাঃ সবার!
কাব্যের বিস্ময়সূচক অবয়বে চেয়ে কবিতা জবাব দেয়, “এই পার্কে হেঁটে বেড়ায় কত শত লোক! তারা কেন দেখবে কবিতার রূপ-ঐশ্বর্য? আমি যে শুধুই তোমার! নিশ্চিন্ত অধিকারের! এ অধিকার ফলিয়ো তুমি ফুলশয্যা রাতে!”
“ওরে বুলবুলি!” হাস্যোচ্ছলতায় গর্বভরা কণ্ঠে ধ্বনিত করে কাব্যের হৃদয়ে বেজে ওঠে বার বার, ‘এ নারী আমার! একান্ত আমার!’
কবিতাঃ নজর না লেগে যায়!
কাব্যঃ কার?
কবিতাঃ সবার!
কাব্যের বিস্ময়সূচক অবয়বে চেয়ে কবিতা জবাব দেয়, “এই পার্কে হেঁটে বেড়ায় কত শত লোক! তারা কেন দেখবে কবিতার রূপ-ঐশ্বর্য? আমি যে শুধুই তোমার! নিশ্চিন্ত অধিকারের! এ অধিকার ফলিয়ো তুমি ফুলশয্যা রাতে!”
“ওরে বুলবুলি!” হাস্যোচ্ছলতায় গর্বভরা কণ্ঠে ধ্বনিত করে কাব্যের হৃদয়ে বেজে ওঠে বার বার, ‘এ নারী আমার! একান্ত আমার!’
দারুন!
উত্তরমুছুন