বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫

জানি, কতোটুকু জানি, জানিনা ~ লুতফুল হোসেন


ইকো ইসিজির গ্রাফ আঁকা দাগগুলোর মতোন
ভীষণ প্রাণবন্ত তোমার সব কথারা
কবিতার পোষাকে উঠে আসে যখন
অক্ষরের গহনায় সেজে ফুরফুরা
অনায়াসে বলে দ্যায় আমার বুকের ভেতর
দামামা বাজায় কোন সে যুদ্ধ মহড়া !
জানি, ওরা খুব অনায়াসে নির্ভুল বলতে পারে
আমার থাকা না থাকার সকল সম্ভব সম্ভাবনা ।
ওদের মর্জি মাফিক আঁকা জোকাতেই যে আমার
অস্তিত্বে টিকে থাকার যতো অনির্বাণ প্রণোদনা ।
গোপন সত্যিটুকুন ওরা সব জানে বলেই আজো
হৃদযন্ত্র আমার খেয়ালীপনায় হয়না কিছু অকেজো ।
ভয় হয় তবু খেয়ালী শব্দেরা তোমার কখনো
যদিবা অকারণে নতুবা অবসাদে বলে বসে
_____হলো তো ম্যালা দিন !
_____আর কতো !
_____বলি ওই খেয়ালী অক্ষরগুলোর
_____কিছুটা ক্লান্তি
_____পায়না কি আজো ! এখনো !
পরের গল্পটুকুন তাই আমার এক বিন্দুও জানা নেই
ওসব ভাবতে গেলেই ইচ্ছেরা যে হোঁচটে হারায় খেই ।
কথার মিনারে তোমার উচ্চকিত প্রাণ উচ্ছ্বাস
কখনো আলোকিত, কখনো আঁধার, করে দ্যায় আমার আকাশ ।
জানি এইভাবে জীবনের ঘ্রাণ নিতে নিতে
একদিন আমাকে ছেড়ে যাবে একঘেঁয়ে কথার নিনাদ, বিশ্বাসী নিঃশ্বাস 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...