শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫

অসুখ ~ রিক্তা চক্রবর্তী


শহরে একটা নতুন অসুখ আসছে। আসবেই না বা কেন? এই যে এতো এতো দেয়াল চিঠি,এতো এতো পায়ের ছাপ আর এতো এতো আমি।সব হচ্ছে আক্রান্ত । পুরো শহর । এসময় নিয়ম করে বৃষ্টি আসে, ভিজতে থাকা শহরের সবচাইতে পাগল মানুষটি জানালো আমরা সবাই সুখের অসুখে আছি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...