শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫

নাম ~ সৌগত মজুমদার

তোর নামে এক আকাশ কবিতা লিখতে চেয়েছি।
লিখতে চেয়েছি অনেক শব্দ গান।
পেঁজা তুলোর মেঘ গুলো যেই সরিয়েছি।
তখন কোথাও হারিয়ে গিয়েছে নাম।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...