সময়ের সাথে অনেকবার তাল মেলানোর চেষ্টা করেছি
নিয়ম মতো আমার মুখের পরিচিত বিরক্তির শব্দ পেতাম।
আসলে আমি যেন বন্ধ হয়ে যাওয়া হাত ঘড়ির সেকেন্ডের কাঁটা।
যে কোনও আঘাত করে না
কেবল তার শেষ শক্তি দিয়ে নড়েই চলে।
নিয়ম মতো আমার মুখের পরিচিত বিরক্তির শব্দ পেতাম।
আসলে আমি যেন বন্ধ হয়ে যাওয়া হাত ঘড়ির সেকেন্ডের কাঁটা।
যে কোনও আঘাত করে না
কেবল তার শেষ শক্তি দিয়ে নড়েই চলে।
এইভাবেই অথর্ব হয়েছি আমি,
আর তুমি, আজ আমার কাছে প্রায়ই মৃত।
আর তুমি, আজ আমার কাছে প্রায়ই মৃত।
আমার কার্পেট পাতা মেঝেতে উলের বল যতক্ষণ গড়িয়েছিল,
ততক্ষণই তোমার একুশ বছরের মুখ মনে পরেছিল,
আর আমি ভীষণ কেঁদে ছিলাম সারাটা রাত জুড়ে।
মাথার কাছের জলের ফোয়ারা ধুয়ে দিচ্ছিল আমার বিমূর্ততা,
আর ড্রেনের মুখে জমা হচ্ছিলো ভীষণ বিষণ্ণতা।
ততক্ষণই তোমার একুশ বছরের মুখ মনে পরেছিল,
আর আমি ভীষণ কেঁদে ছিলাম সারাটা রাত জুড়ে।
মাথার কাছের জলের ফোয়ারা ধুয়ে দিচ্ছিল আমার বিমূর্ততা,
আর ড্রেনের মুখে জমা হচ্ছিলো ভীষণ বিষণ্ণতা।
ইদানীং আমার মনে হয়, আমরা যেন পৃথিবীতে সবাই ভাড়াটে মানুষ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন