শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫

প্রাচীন ~ শুভায়ন গাঙ্গুলী



দুটি তিনটি শব্দ ঘোরে,
ব্যাসবাক্যের তল্লাশে,
বাকি সব নিশ্চুপ ... দেশান্তরী নৌকার যাত্রী ...
ঘোর অনস্তিত্ত্বের সংকট যখন ছিল কাম্য ...
ঠিক তখন,
জন্ম নিয়েছিল প্রথম কবিতা।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...