দিক্ ভুল মন
রাত-চরা চাঁদ
চশমার কাঁচে
ভাঙে অবসাদ
ঘুম-ঘুম দিন
ঘুড়িতে উড়ান
সাদা-কালো চোখে
বৃষ্টি উজান
উজানের ডাকে
মুক্তির আশ
জন্ম পেরোই
ভেজে অবকাশ
ভেজে দু-ডানা
সোজা-পথে আজ
পিছুডাক মানা ।
রাত-চরা চাঁদ
চশমার কাঁচে
ভাঙে অবসাদ
ঘুম-ঘুম দিন
ঘুড়িতে উড়ান
সাদা-কালো চোখে
বৃষ্টি উজান
উজানের ডাকে
মুক্তির আশ
জন্ম পেরোই
ভেজে অবকাশ
ভেজে দু-ডানা
সোজা-পথে আজ
পিছুডাক মানা ।
বাঃ ছন্দময় এই প্রকাশ। শব্দগুলো সহজ সাবলীলতায় ভরা। খুব ভা লাগল।- গৌতম সেন।
উত্তরমুছুন