শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫

মুক্তি ~ পিয়ালী মুজুমদার

দিক্ ভুল  মন 
রাত-চরা চাঁদ
চশমার কাঁচে
ভাঙে অবসাদ
ঘুম-ঘুম দিন
ঘুড়িতে উড়ান
সাদা-কালো চোখে
বৃষ্টি উজান
উজানের ডাকে
মুক্তির আশ
জন্ম পেরোই
ভেজে অবকাশ
ভেজে দু-ডানা
সোজা-পথে আজ
পিছুডাক মানা । 

1 টি মন্তব্য:

  1. বাঃ ছন্দময় এই প্রকাশ। শব্দগুলো সহজ সাবলীলতায় ভরা। খুব ভা লাগল।- গৌতম সেন।

    উত্তরমুছুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...