শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৫

তিলোত্তমা ~ অর্ণবকমল বসুভট্টাচার্য

প্রতিদিন শহর-শরীরের ভাঁজে ভাঁজে
নির্দিষ্ট কিছু ব্র্যান্ডের তামাক পুড়ে যাচ্ছে।
শহর নিয়ে লিখতে বসলেই
চিন্তা ছিঁড়ে বেরিয়ে আসে ট্রাম-জ্বর...
প্রতিদিন ইচ্ছেগুলো ভাঙছে,
জানলা বেয়ে উপরে উঠে যাচ্ছে
কর্পোরেট বেলেল্লাপনা!
বাজারের ভীড় ঠেলে
নাগরিক ওজনযন্ত্রে বাঁধা পড়ে সাধের বিকেল।
ময়দানে, কবরস্থানে
ফাঁকা ফাঁকা যে একটা মাধুর্য্য পেয়েছিলাম---
তাকে স্বপ্নে আবির মাখাই,
আদর করি।
শহর নিয়ে লিখতে বসলেই
ভাবনায় আসে কিছু মাটিয়ারী আলাপচারিতা---
এই গতি, এই আধুনিকতার নীচে
ডুকরে কেঁদে উঠছে
কিছু ভালো মানুষের এক্কা-দোক্কা, বাঘবন্দী-দিন।
শহর নিয়ে লিখতে বসলে
কবিতা আসে না,
প্রতিটা শব্দ ছিটকে এসে শহীদ মিনার হয়ে যায়।
পরস্ত্রী'র ঠোঁটে লিপ-গ্লসের মতো চিকচিক করে
শহুরে ভোর---
কেমন একটা আবেশ ছেয়ে ফেলে
বস্তুগত তিলোত্তমা-কে...
শহর নিয়ে লিখতে বসলেই
চোখ ফোটে,
শহর গ্রামকে ঘিরবে নাকি গ্রাম শহরকে---
সেসব বিতর্ক ফিরিয়ে দিয়েছি আগেই।
শুধু মগজে কলরোল ওঠে,
শহর নিয়ে ভাবতে বসলে
একটা কবিতা লিখতে হবেই;
যেহেতু, আমি জানি,
প্রতিটা শহরকে অবৈধ যৌনপল্লীর মতো কিছু দুঃখ
বেঁধে বেঁধে রাখে।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...