শম্পা, আমায় ডেকে নে আবার
তোদের মোহিনী গ্রামে । সেই যে ছেড়ে
এলুম কবে । ঠাম্মা, পলি, ভবেন,তুই
সব রয়ে গেলি বহুদূরে । এখানে প্রেম নেই ।
জলে ভেজা তোর সেই ঠোঁট চাপা চুমু নেই ।
এখানে ঝুলন, দোল একসাথে হয়না। মনে আছে
তুই সেই রাধা সেজেছিলি , বাঁশবনে রাস উৎসব
হয়েছিল মোহিনী গ্রামে । তোর চোখ দুটো মায়াবী ছিল ;
এ মায়া এখানে কোথায় ? এখানে তো সব নষ্টালজিক ।
তোর হাত ধরে জলন্তি নদীর পারে পারে হাঁটবো
ভেবেছিলেম অনেক দূর। নদীর কি কোনও সীমা আছে ?
তেমনি তোর ও সীমা ছিলনা । তাই তোর আর নদীর পাশে
পাশে ভেবেছিলেম যাবো অনেক দূর। শম্পা, শহর আমায়
দাড়াতে শেখায়নি । অপেক্ষা শেখায়নি । তাই সেদিন হয়তো
আর অপেক্ষা করতে পারিনি । ভবেন কে আর দেখিনি তার ভ্যান নিয়ে ।
সেই জলন্তি নদী , তার পারে ঠাম্মা কিছুই আর পাইনি ।
না সেই বাঁশ বন, বটগাছ , তুই, পলি কিছুই ছিলনা
অনেক খুঁজে । মোহিনী গ্রাম যেন স্বপ্নের মতো
মিশে গেল শহরের সকালে ।
জানি , এ গ্রামে খুব কম লোক আসে,
যারা আসে তারা অপেক্ষা করে । শম্পা,
এই দেখ, এবার আমিও অনন্ত অপেক্ষায় ।
ভবেন কে বল যেন আসে তার ভ্যান নিয়ে ।
তোদের মোহিনী গ্রামে । সেই যে ছেড়ে
এলুম কবে । ঠাম্মা, পলি, ভবেন,তুই
সব রয়ে গেলি বহুদূরে । এখানে প্রেম নেই ।
জলে ভেজা তোর সেই ঠোঁট চাপা চুমু নেই ।
এখানে ঝুলন, দোল একসাথে হয়না। মনে আছে
তুই সেই রাধা সেজেছিলি , বাঁশবনে রাস উৎসব
হয়েছিল মোহিনী গ্রামে । তোর চোখ দুটো মায়াবী ছিল ;
এ মায়া এখানে কোথায় ? এখানে তো সব নষ্টালজিক ।
তোর হাত ধরে জলন্তি নদীর পারে পারে হাঁটবো
ভেবেছিলেম অনেক দূর। নদীর কি কোনও সীমা আছে ?
তেমনি তোর ও সীমা ছিলনা । তাই তোর আর নদীর পাশে
পাশে ভেবেছিলেম যাবো অনেক দূর। শম্পা, শহর আমায়
দাড়াতে শেখায়নি । অপেক্ষা শেখায়নি । তাই সেদিন হয়তো
আর অপেক্ষা করতে পারিনি । ভবেন কে আর দেখিনি তার ভ্যান নিয়ে ।
সেই জলন্তি নদী , তার পারে ঠাম্মা কিছুই আর পাইনি ।
না সেই বাঁশ বন, বটগাছ , তুই, পলি কিছুই ছিলনা
অনেক খুঁজে । মোহিনী গ্রাম যেন স্বপ্নের মতো
মিশে গেল শহরের সকালে ।
জানি , এ গ্রামে খুব কম লোক আসে,
যারা আসে তারা অপেক্ষা করে । শম্পা,
এই দেখ, এবার আমিও অনন্ত অপেক্ষায় ।
ভবেন কে বল যেন আসে তার ভ্যান নিয়ে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন