বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৫

বর্তমান প্রেমিকার প্রতি ~ রঘুনাথ মণ্ডল


একবার নদীর মতো আপন করো
ভাসতে দাও 
ভাসিয়ে রাখো
অনেক পথ হেঁটে এলাম !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...