বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৫

সেই ছেলেটা সেই মেয়েটা ~ রীনা রায়


সেই মেয়েটা কাজল চোখ
দুই বিনুনি, ফ্রক... 
সেই মেয়েটা বছর বারো
স্বপ্ন দেখার শখ!
সেই ছেলেটা ঝাঁকড়া চুল
দুরন্ত ও দুর্দম..
শরীরে তার প্রাণের জোয়ার
সৌন্দর্যে অনুপম!
সেই ছেলেটা সেই মেয়েটা
একসাথে যায় স্কুলে,
সেই মেয়েটা আকাশ খোঁজে
ছেলের আঁখিতলে!
সেই ছেলেটা সেই মেয়েটা
বিকালবেলায় মাঠে,
পাখিরা সব ফিরত ঘরে
সূর্য তখন পাটে।
সেই ছেলেটা শরীর ছোঁয়
অসীম কৌতুহলে....
সেই মেয়েটা স্বপ্ন হারায়
ঘূণধরা সেই বিকেলে!
সেই মেয়েটা এখন উনিশ
ছেলের বয়স তেইশ,
সেই মেয়েটা আঁধার কোণে
ছেলে মত্ত মজলিশ।
সেই ছেলেটা ভুলেই গেছে
সেদিনের সেই বিকেল,
সেই মেয়েটা হাতে তুলেছে
রঙ তুলি আর ইজেল।
সেই মেয়েকে সাহস জোগায়
আরেক ঝাঁকড়া চুল,
সেই মেয়েটা স্বপ্ন খোঁজে
ভুলতে চেয়ে ভুল!
সেই মেয়েটার শ্বশুরবাড়ী
সব পেয়েছির দেশ..
স্বপ্নমাখা এক রূপকথা
মুছিয়ে দিতে ক্লেশ।
সেই ছেলেটা তলিয়ে যায়
আরও অনেক পাঁকে---
সেই ছেলেটা ডুবে হতাশায়
রূপকথা দূরেই থাকে------

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...