ভাবি বসে নির্জনেতে
বেশ তো একা আমি,
পেছন ফিরে তাকিয়ে দেখি
ছায়া অনুগামী।
আঁধার রাতে বসে ভাবি
এই তো আমি একা,
ছমছমে রাত কম্পিত বুক
করতে এল দেখা।
এই তো আমি একা,
ছমছমে রাত কম্পিত বুক
করতে এল দেখা।
নদীর কূলে বসে ভাবি
একাই আছি বসে,
পাড়ে ভেঙ্গে ঢেউটি তখন
কলকলিয়ে হাসে।
একাই আছি বসে,
পাড়ে ভেঙ্গে ঢেউটি তখন
কলকলিয়ে হাসে।
একলা ঘরে ভাবছি বসে
একাই করব জয়,
ওমা দেখি সঙ্গে আছে
আমার পরিচয়।
একাই করব জয়,
ওমা দেখি সঙ্গে আছে
আমার পরিচয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন