মঙ্গলবার, ৭ জুলাই, ২০১৫

একা নয় ~ অরুণ চট্টোপাধ্যায়



ভাবি বসে নির্জনেতে
বেশ তো একা আমি,
পেছন ফিরে তাকিয়ে দেখি
ছায়া অনুগামী।
আঁধার রাতে বসে ভাবি
এই তো আমি একা,
ছমছমে রাত কম্পিত বুক
করতে এল দেখা।
নদীর কূলে বসে ভাবি
একাই আছি বসে,
পাড়ে ভেঙ্গে ঢেউটি তখন
কলকলিয়ে হাসে।
একলা ঘরে ভাবছি বসে
একাই করব জয়,
ওমা দেখি সঙ্গে আছে
আমার পরিচয়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...