কাঁদতে গেলেও
চারটে দেওয়াল একটা ছাদ লাগে...
আর লাগে দুটো চোখ,
অকাতর অশ্রুগ্রন্থি,
নিঃশব্দে ভিজে গাল বেয়ে গড়িয়ে আসা
বিবর্ণ রক্তের ফোঁটা কিছু...
চারটে দেওয়াল একটা ছাদ লাগে...
আর লাগে দুটো চোখ,
অকাতর অশ্রুগ্রন্থি,
নিঃশব্দে ভিজে গাল বেয়ে গড়িয়ে আসা
বিবর্ণ রক্তের ফোঁটা কিছু...
কাঁদতে গেলেও
একটা ধু ধু প্রান্তর লাগে
কেউ যেন দেখে না ফেলে!
একটা ধু ধু প্রান্তর লাগে
কেউ যেন দেখে না ফেলে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন