মঙ্গলবার, ৭ জুলাই, ২০১৫

কাঁদতে গেলে ~ জয়তী ভট্টাচার্য অধিকারী


কাঁদতে গেলেও
চারটে দেওয়াল একটা ছাদ লাগে...
আর লাগে দুটো চোখ,
অকাতর অশ্রুগ্রন্থি,
নিঃশব্দে ভিজে গাল বেয়ে গড়িয়ে আসা
বিবর্ণ রক্তের ফোঁটা কিছু...
কাঁদতে গেলেও
একটা ধু ধু প্রান্তর লাগে
কেউ যেন দেখে না ফেলে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...