মঙ্গলবার, ৭ জুলাই, ২০১৫

মৃত্যু ~ অরিজিৎ বাগচী


শিহরিত শব্দের ঝন্‌ঝন্ চিৎকার মুহূর্তে থেমকে গেলে ,নিজেকে খুঁজে পাই হালকা ছায়া হীন বিন্দুর মুক্ত অবস্থায় ।।
অদূরে পড়ে থাকা নিথর শরীর টা আমিত্বের ধূলো ছিটালে ,অনাদির পথে লীন হয় বাতাসের গোঙানি ।।
হাজার শ্রমিকের লাশ কাটা ঘরে, কাটাকুটির তীক্ষ্ণ বাইবেল, 
শরীর যখন উজাড় করে - স্বত্বা তখনও ঈষৎ লালচে ।।
ভাবনা বোধের বাইরে কিছু সক্রিয় নিরব ইন্দ্রিয় , আর কিছু হাহাকার ঘিরে রাখলেও, শেষে শক্তির রাশ আলগা হয়ে পড়ে ।।
পঞ্চভূতের কোরাসে চেনা খাঁচা টা মিশে গেলে , নিস্তব্ধ নিস্তেল হয়ে নিভে যায় আমার প্রদীপ ।।
শূন্যতার অন্ধকারে ডুবে যায় প্রান হজার প্রানের ঘুমন্ত জগতে , পড়ে থাকে শুধু স্মৃতি আর স্বত্বা - কালের গর্ভে হারিয়ে যাওয়ার অনুমতি অপেক্ষায় ।।

~ এ সংসারে সংযোগগুলি ভুলে যাওয়া কিংবা শেষ টাই শুধু সত্যি,বাকি সবটাই মিথ্যে ।।~

1 টি মন্তব্য:

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...