মঙ্গলবার, ৭ জুলাই, ২০১৫

বিবর্তন ~ পিয়ালী বসু

একটা বয়সের পর
রক্তকরবীর স্বপ্ন সঁপে দিতে হয় অন্যের হাতে
ভ্রষ্ট সুখের লগ্ন ভুলে যেতে হয়
ইচ্ছাকৃত ভাবেই
একটা বয়সের পর 
আত্মকথা কেও সঁপে দিতে হয়
অগণিত মানুষের মিছিলে

~বয়স হওয়াটা প্রমিজিং একটা বিবর্তন মাত্র । তাই নির্দ্বিধায় মেনে নিতে হয় তাকে । প্রিয়তম দোসরের চোখে ঘুম আনার ছেলেমানুষী খেলা ভুলে একটা বয়সের পর নিজেকেই ঘুমিয়ে পড়তে হয় ...চিরনিদ্রায় ~

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...