গোধূলি রাঙা বিকেল
ভাগ হতে থাকা পথের মাঝে
আমার সব দ্বিধা দ্বন্দেরা খেলা করে
ভাগ হতে থাকা পথের মাঝে
আমার সব দ্বিধা দ্বন্দেরা খেলা করে
রাত বাড়ে
ল্যাম্প পোস্ট জুড়ে হলুদ আলোর ঝিঁঝিঁ
আমার সব স্বপ্ন কে আছড়ে মারে
ধাপার মাঠের স্তুপ ভর্তি হয়
আমার স্বপ্ন আবর্জনায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন