বুধবার, ৮ জুলাই, ২০১৫

Destined to be alone ~ জয়তী ভট্টাচার্য অধিকারী


এক বদ্ধ দরজার সামনে অনন্ত অপেক্ষায়,
কেটে যাচ্ছে সকাল-দুপুর-সন্ধ্যে...
ছোপধরা বোতলের গলা জড়িয়ে নেতিয়ে পড়ে থাকে
পোকা লাগা মানিপ্ল্যান্টের শিথিলতা,
কারুর প্রতি কোন অভিযোগ নেই তার।
আর কালপুরুষ...
তুমি অস্ত্রহাতে অদৃশ্য শত্রুর মোকাবিলায় নিবেদিত প্রাণ। অক্লান্ত।
তোমার চোখে মুক্তির আকুতি। তোমার হৃদয়ে প্রতিবাদের ঝড়।
তোমার লুব্ধকও ধৈর্য হারিয়ে ছুট দিয়েছে
আরও দৃঢ় কোন পায়ের ছায়া খুঁজতে।
এক আকাশ নক্ষত্রপুঞ্জের মাঝে
কোন যোগতারা তোমার দিকে ফিরে দেখল কি না
You really don’t bother!
সারারাত জেগে থাকা তোমার নিয়তি…
“The only person you are destined to become is the person you decide to be”.
যেদিন গুটি কেটে বেরিয়ে আসবে
ঝলমলে পাখনায় ভেসে যেতে যেতে,
সেই ব্রাহ্মমূহুর্তে কী বলবে আমাকে?
“You are destined to be alone”…?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...