রোদ বৃস্টি মাথায় নিয়ে প্রেম করেছি
সরীসৃপের মতো হেঁটেছি
বর্ষা এসেছে বকুলের শরীরে
লুকিয়ে দেখা অশরীর রোমহর্ষক
সম্পর্ক রোপণ করে হারিয়ে যাওয়া লতা জড়িয়ে ধরেছে
সরীসৃপের মতো হেঁটেছি
বর্ষা এসেছে বকুলের শরীরে
লুকিয়ে দেখা অশরীর রোমহর্ষক
সম্পর্ক রোপণ করে হারিয়ে যাওয়া লতা জড়িয়ে ধরেছে
অস্তাচলে কেও কথাও নেই
শুধু ছায়া
শুধু ছায়া
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন