প্রথমেই বলে রাখি , এটা কোন গদ্য নয় , এমনকি কবিতাও নয় , একটা ঝাপসা মাইনাস দুই চশমার মধ্যে দিয়ে একটু কষ্ট করে দেখুন , পৌষ মেলা ! বোলপুর ! সালটা আপনি কল্পনা করে নিন, তবে অবশ্যই সেটা ৯০ এর দশক , কালো দা র দোকানে দারুণ ভিড় ! ভিড় ঠেলে এগিয়ে আসছে বাসন্তী আর কমলার কম্বিনেশন শাড়িতে একটি ২২, ২৩ এর মেয়ে ! কানে ম্যাচিং টেরাকোটার দুল ! কাউকে খুঁজছে বোধহয় , কপালে হাল্কা তিনটে ভাঁজ জমাট বাঁধছে, মোবাইল এর চল নেই তখন , কাজেই অপেক্ষা করা ছাড়া মেয়েটির কাছে অন্য কোন রাস্তা খোলা নেই , বাইরে বেশ ঠাণ্ডা ! চশমার কাচটা আরও ঝাপসা হচ্ছে , তবুও চোখ রাখুন , একটি মাঝ বয়েসী লোক কে হেঁটে আসতে দেখা যাচ্ছে , বুকের কাছে জাপটে ধরা রঙ চটা একটা মান্ধাতা আমলের ব্যাগ ! কাঁচা পাকা চুলে এখনো বেশ ঝরঝরে !
আমরা ফিরে যাচ্ছি ২৫টা বসন্ত আগে ! সেইবারের পৌষ মেলায় , বিশ্বভারতীর অরণির সাথে যেবার সঙ্গীত ভবনের এলা র প্রথম দেখা ! এর পরের দৃশ্য গুলো ভেবে নিন আপনি , আসলে সেগুলি বেশ ক্লিশে , বোলপুরের ব্যাক ড্রপে একটি প্রেম কাহিনীর বেড়ে ওঠায় যেসব দৃশ্য দেখা যায় আর কি ,
কালো দা র দোকানের কাছে এসেই চোখাচুখি মাঝ বয়েসী আর ২২ , ২৩ এর , দূর থেকে শোনা যাচ্ছে না তাদের কথা গুলি , শুধু তাদের বডি ল্যাঙ্গুয়েজ জানান দিচ্ছে তাদের মধ্যেকার কথা ফুরিয়ে এসেছে ,
বলে রাখি, এটা কোন গদ্য নয় , এমনকি কবিতাও নয়, একটা ঝাপসা মাইনাস দুই চশমার মধ্যে দিয়ে দেখা এই দৃশ্য টি আসলে অরণির ! মাইনাস দুই চশমার মধ্যে দিয়ে দেখা তার এলা র বয়েস এই ২৫ বছরেও যে বাড়ে নি !
আর এই দৃশ্য টা আপাতত আমার চোখে ফ্রিজ শটে !!
আমরা ফিরে যাচ্ছি ২৫টা বসন্ত আগে ! সেইবারের পৌষ মেলায় , বিশ্বভারতীর অরণির সাথে যেবার সঙ্গীত ভবনের এলা র প্রথম দেখা ! এর পরের দৃশ্য গুলো ভেবে নিন আপনি , আসলে সেগুলি বেশ ক্লিশে , বোলপুরের ব্যাক ড্রপে একটি প্রেম কাহিনীর বেড়ে ওঠায় যেসব দৃশ্য দেখা যায় আর কি ,
কালো দা র দোকানের কাছে এসেই চোখাচুখি মাঝ বয়েসী আর ২২ , ২৩ এর , দূর থেকে শোনা যাচ্ছে না তাদের কথা গুলি , শুধু তাদের বডি ল্যাঙ্গুয়েজ জানান দিচ্ছে তাদের মধ্যেকার কথা ফুরিয়ে এসেছে ,
বলে রাখি, এটা কোন গদ্য নয় , এমনকি কবিতাও নয়, একটা ঝাপসা মাইনাস দুই চশমার মধ্যে দিয়ে দেখা এই দৃশ্য টি আসলে অরণির ! মাইনাস দুই চশমার মধ্যে দিয়ে দেখা তার এলা র বয়েস এই ২৫ বছরেও যে বাড়ে নি !
আর এই দৃশ্য টা আপাতত আমার চোখে ফ্রিজ শটে !!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন