এক মুঠো আকাশ পাঠালাম
তোমার মাথার উপরে
শিশির ঝরা বিকালে
জোলের মাঠে দাঁড়িয়ে,
রাণিভবানীর বুকে---সরাল ঝাঁকের
কোলাহল ---বুকে নিয়ে।
তোমার মাথার উপরে
শিশির ঝরা বিকালে
জোলের মাঠে দাঁড়িয়ে,
রাণিভবানীর বুকে---সরাল ঝাঁকের
কোলাহল ---বুকে নিয়ে।
নবাণ্ণের ধানের ধানমুড়াই
খুঁজে চলা তিতিরের মতো,
পশ্চিম আকাশে আবিরের
ভিয়েন-চুম্বন ---ঠোঁটে,
টিয়া ফেরে নীড়ের আশা নিয়ে
বুকে---পাঁকুড় গাছের স্তব্ধতা
বুড়োদিঘির পাঁড়ে ---থমকে আছে
গোখরোর খোলসে ;
ফুড়ুৎ ফাড়ুৎ শব্দে
চড়াই-এর হানাদারির কোলাজ ---
কাব্যি করে বুকে।
খুঁজে চলা তিতিরের মতো,
পশ্চিম আকাশে আবিরের
ভিয়েন-চুম্বন ---ঠোঁটে,
টিয়া ফেরে নীড়ের আশা নিয়ে
বুকে---পাঁকুড় গাছের স্তব্ধতা
বুড়োদিঘির পাঁড়ে ---থমকে আছে
গোখরোর খোলসে ;
ফুড়ুৎ ফাড়ুৎ শব্দে
চড়াই-এর হানাদারির কোলাজ ---
কাব্যি করে বুকে।
মাছরাঙার কান্না--- দিগন্তে হয় ধূসর
দীঘ`শ্বাস বুকে নিয়ে,
গরগরা বিষাদ নিয়ে
পায়ের কাছে করে লুটোপুটি;
চালতাফুলে ভ্রমরের হানাদারি
মোঁচড় টানে বুকে।
দীঘ`শ্বাস বুকে নিয়ে,
গরগরা বিষাদ নিয়ে
পায়ের কাছে করে লুটোপুটি;
চালতাফুলে ভ্রমরের হানাদারি
মোঁচড় টানে বুকে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন