সোমবার, ৬ জুলাই, ২০১৫

মন amour ~ শুভায়ন গাঙ্গুলী



সব কিছুতেই এক্কা দোক্কা, এপার ওপার খেলা?
ও মন তুমি ক্লান্ত হবে কবে?
একটুখানি আঁচড়ে নিয়ে নরম মাটির কোণ,
ও মন তুমি অমন শরীর আবার পাবে কবে?
ঘন্টাখানেক, বছর পাঁচেক, যতই থাকুক ট্যাঁকে,
ট্যাঁক ঘড়িটা বদলে নিয়ে অভাবে উৎসবে,
একটি বাতিল ফুলদানিতে, একটি চাবির রিঙ,
ও মন তুমি এমন লিস্টে আবার নাম লেখাবে?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...