সোমবার, ৬ জুলাই, ২০১৫

প্রতীক্ষা ~ জয়তী ভট্টাচার্য অধিকারী


সাদা কাগজটা বুক চিতিয়ে পড়ে ছিল
কলঙ্কিত হবে বলে।
কলমের ডগা এসে ছুঁয়ে চলে গেল তার চিবুক
সমস্ত কালি সামলে নিয়ে...
অন্য কোন সাদা কাগজের সন্ধানে।
সাদা শাড়ীর আঁচলটা হাওয়ায় উড়ছিল
সব আব্রু বিসর্জন দিয়ে।
একটা ঝোড়ো হাওয়া এসে জড়িয়ে দিয়ে গেল
আলগা খোঁপার চারপাশে...
সেই থেকে প্রতীক্ষার শুরু।
সেই থেকে প্রতীক্ষার শেষ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...