সাত সাগর আর তেরো নদীর দুই পাড়ে আমরা দুজন।
তবুও তোমার আকাশের কালো মেঘ
বৃষ্টি ঝরায় আমার মনেও।
বন্ধুত্বের অচ্ছেদ ভালোবাসার বন্ধনে
আমি তুমি আবব্ধ
গ্রন্থিতে গ্রন্থি আছে জীবনজুড়ে।।
ফেলে আসা দিন গুলি ------মনে পড়ে?
কথায়কথায় ঝগড়া আড়ি ভাব?
পরীক্ষার হলে চকিত চাউনি
ধরা পড়ে যাবার ভয়
আর অপ্রস্তুত হাসি!!
কালের নিয়মানুসারে হারিয়ে যাওয়া
মোনের গোপন কুঠুরিতে থাকা
মুখখানির বারবার ফিরে ফিরে আসা
সময়ের ওঠাপড়া আর হঠাৎ ফিরে পাওয়া।।
আজ বুঝি কিছু কথা ছিল অব্যক্ত
জমা হয়ে ছিল হ্রদয়ের গভীরতম স্থানে
এক টুকরো বরফ হয়ে।।
মন করেছে অঙ্গীকার--------নিঃশব্ধে
আমি আছি থাকবো ।
চিরকাল ।
থাক্ না আমাদের মাঝে ঔই বিপুল পারাবার।।
তবুও তোমার আকাশের কালো মেঘ
বৃষ্টি ঝরায় আমার মনেও।
বন্ধুত্বের অচ্ছেদ ভালোবাসার বন্ধনে
আমি তুমি আবব্ধ
গ্রন্থিতে গ্রন্থি আছে জীবনজুড়ে।।
ফেলে আসা দিন গুলি ------মনে পড়ে?
কথায়কথায় ঝগড়া আড়ি ভাব?
পরীক্ষার হলে চকিত চাউনি
ধরা পড়ে যাবার ভয়
আর অপ্রস্তুত হাসি!!
কালের নিয়মানুসারে হারিয়ে যাওয়া
মোনের গোপন কুঠুরিতে থাকা
মুখখানির বারবার ফিরে ফিরে আসা
সময়ের ওঠাপড়া আর হঠাৎ ফিরে পাওয়া।।
আজ বুঝি কিছু কথা ছিল অব্যক্ত
জমা হয়ে ছিল হ্রদয়ের গভীরতম স্থানে
এক টুকরো বরফ হয়ে।।
মন করেছে অঙ্গীকার--------নিঃশব্ধে
আমি আছি থাকবো ।
চিরকাল ।
থাক্ না আমাদের মাঝে ঔই বিপুল পারাবার।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন