সোমবার, ৬ জুলাই, ২০১৫

ব্যবধান ~ সৌগত মজুমদার




কিছুটা আছে। কিছুটা নেই।
খানিকটা আবার আবছা হয়, নিজের অজান্তেই।
অনেক সময়, এমন ও হয়।
নিজের কাছের অনেক কিছুই হারিয়ে ফেলতে হয়।
এখুনি জাস্ট হোল। একটা ছিল মুহুর্ত
এমনিই চলে গেল।
তাতে কি আমার তোমার ছায়ার কোনো

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...