সোমবার, ৬ জুলাই, ২০১৫

এই শ্রাবণে ~ লুতফুল হোসেন



এই শ্রাবণে
কথারা নাচেনি হৃদয় মুখর ঐকতানে ।
মনের খেয়া
ভাসেনি এখনো নিবিড় স্রোতের জল সিথানে ।
এই শ্রাবণে মেঘে মেঘে যে কেটে গেলো সারা বেলা
হলোনা এখনো গড়া সখ্যতার স্বপ্ন বাঁধা ভেলা ।
জল এলোনা নেমে আজতক হয়ে বৃষ্টি কণা ।
গাছেদের হলোনা পাওয়া আকাশ দক্ষিণা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...