ছোটবেলা থেকেই মনের সুপ্ত কোণে ছোট্ট একটা স্বপ্ন উঁকি দিয়ে যেতো ...আমিও একদিন সম্পাদনা করবো । বাবা সে সময়ে ছোটদের একটি পত্রিকা প্রকাশ করতেন । নাম ' আগামী '...বাবা কে দেখতাম দিন রাত ডুবে থাকতেন কাজের মধ্যে , এডিটিং , সম্পাদনার কাজে কোনরকম ত্রুটি রাখতেন না তিনি , বাবা কে দেখেই ছোট আমি র মনের গহনে কখন যে বাসা বেঁধে গিয়েছিলো এই ইচ্ছেটি !
সাহিত্যের প্রতি আমার এই ঐকান্তিক ভালবাসার হাত ধরেই রোদ্দুরের জন্ম । সৃষ্টির জন্মলগ্ন থেকেই ঠিক করে নিয়েছিলাম ফেসবুকের অন্য গ্রুপগুলির চেয়ে রোদ্দুরকে আমি স্বতন্ত্র মর্যাদায় চিহ্নিত করবো ...আর এই চার মাস ধরে সে মর্যাদা রোদ্দুর বহন করে চলেছে । রোদ্দুরের এই উজ্জ্বল পথচলায় আপনাদের সকলের সহযোগিতার কথা বিশেষ ভাবে উল্লেখ্য ।
আপনাদের সকলের আন্তরিক শুভ কামনায় উজ্জ্বল হয়ে উঠুক রোদ্দুর ...এই আত্যন্তিক প্রচেষ্টা সফল হোক
Because .. I believe magic exicts in our mind
শুভেচ্ছান্তে ,
পিয়ালী বসু
সাহিত্যের প্রতি আমার এই ঐকান্তিক ভালবাসার হাত ধরেই রোদ্দুরের জন্ম । সৃষ্টির জন্মলগ্ন থেকেই ঠিক করে নিয়েছিলাম ফেসবুকের অন্য গ্রুপগুলির চেয়ে রোদ্দুরকে আমি স্বতন্ত্র মর্যাদায় চিহ্নিত করবো ...আর এই চার মাস ধরে সে মর্যাদা রোদ্দুর বহন করে চলেছে । রোদ্দুরের এই উজ্জ্বল পথচলায় আপনাদের সকলের সহযোগিতার কথা বিশেষ ভাবে উল্লেখ্য ।
আপনাদের সকলের আন্তরিক শুভ কামনায় উজ্জ্বল হয়ে উঠুক রোদ্দুর ...এই আত্যন্তিক প্রচেষ্টা সফল হোক
Because .. I believe magic exicts in our mind
শুভেচ্ছান্তে ,
পিয়ালী বসু
Roddur amar odhyayoner khetro
উত্তরমুছুন