তোমাকে দেখছি নজর এড়িয়ে
তোমাকে দেখছি রোজ
তোমাকে দেখছি রোজ
তোমাকে দেখছি নজর এড়িয়ে
প্রতিদিন কাক ভোর
প্রতিদিন কাক ভোর
তোমাকে দেখছি নজর এড়িয়ে
কফি চলকানো কাপ
কফি চলকানো কাপ
তোমাকে দেখছি নজর এড়িয়ে
বেহিসেবী প্রতি রাত
বেহিসেবী প্রতি রাত
তোমাকে দেখছি নজর এড়িয়ে
তোমাকে দেখছি রোজ
তোমাকে দেখছি এলোকেশী হয়ে
তোমাতে মরছি রোজ ।
তোমাকে দেখছি রোজ
তোমাকে দেখছি এলোকেশী হয়ে
তোমাতে মরছি রোজ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন