শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫

ফতোয়া –( তিন ) ~ লুতফুল হোসেন


চুল নিয়ে চোখ নিয়ে পড়েছো যে কবি !
খুব সাধু সাধু সেজে !
কোন নারীটা থাকলো বাকী আসতে
বলো কবিতায় নেমে !
নারীকূল নিয়ে এই যে এতো খেলো প্রেম !
কে দিয়েছে তোমায় বলো নারীদের নিয়ে এমন সব
অন্তরঙ্গ কল্প-কথার অবাধ অধিকার !
মৃত্যুদন্ড তোমার জন্য আজ জেনো হেম ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...