ডিয়ার ,
চারপাশে এখন বর্ষণ মুখর শহর বন্দনা
বিষণ্ণ সকাল আর বিকেল পেরিয়ে আসা
প্রতিটি মুখে এখন আনন্দ বন্দনা
বিষণ্ণ সকাল আর বিকেল পেরিয়ে আসা
প্রতিটি মুখে এখন আনন্দ বন্দনা
এরা কি ভুলে গেছে ?
এক চোখ স্বপ্ন নিয়ে বিদেশে আসা সেই একলা মেয়েটির কথা ?
এরা কি ভুলে গেছে ?
প্রতিটি একলা লড়াইয়ে বিজয়িনী সেই একলা মেয়েটির কথা ?
ডিয়ার ,
আমরা কিন্তু ভুলিনি তোমায়
ভুলিনি তোমার লড়াই
আজও প্রতি রাতের বির্মূত স্তব্ধতা ভেঙে
ভুলিনি তোমার লড়াই
আজও প্রতি রাতের বির্মূত স্তব্ধতা ভেঙে
তোমারি বন্দনা গান গাই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন