শুক্রবার, ৩১ জুলাই, ২০১৫

দোসর খুঁজেছে~ নীল মলয়

তোমার ঠোঁট ব্যৰ্থ হলো
আশ্ৰয় খুঁজে নিতে,
তোমার শরীর চাইলো
ভরন-পোষণের দায়িত্ব;
দেওয়াল জুরে দাপা-দাপি
মিছে স্বপ্নের প্রশ্রয়.
শীত রংএর শাড়িটা
তোমায় মানায়নি এতটুকু
অপছন্দের পছন্দ
হয়তো এমনই হয়.
তবু দোসর খুঁজেছে তোমায়
যেমন করে ব্যৰ্থ প্রেমিক
স্মৃতি রোমন্থনে বাঁচে;
তোমার কপাল গোধূলির প্রত্যয়ে ! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...