এই দেখ,নিয়েছি সন্ন্যাস,
বিস্তীর্ণ মাঠে
দাড়িয়ে একা ।
কেন,মনে নেই ?
বলেছিলে,
প্রেমপ্রীতি সব ন্যাকা ।
কি ভাবছো আর?
ভেবোনা কিছুই,
না ভাবলেই সব ঠিক ।
দিবস গড়ায়,
রাত্রি ঝিমায়,
ঘড়ি সেই টিকটিক ।
সবুজ শান্তি
পেয়েছি আমি,
এবার সব ই শীতল ।
গোঁড়ায় দিয়েছি
শিকর গাঁথুনি,
সব ছেড়ে, নিশ্চল ।
বসন্তে দেখো,
আমার ছায়ায়
বুদ্ধ আছে বসে ।
চাওয়া পাওয়ার
বাকল আমার,
পড়ছে সব ই খসে !
বিস্তীর্ণ মাঠে
দাড়িয়ে একা ।
কেন,মনে নেই ?
বলেছিলে,
প্রেমপ্রীতি সব ন্যাকা ।
কি ভাবছো আর?
ভেবোনা কিছুই,
না ভাবলেই সব ঠিক ।
দিবস গড়ায়,
রাত্রি ঝিমায়,
ঘড়ি সেই টিকটিক ।
সবুজ শান্তি
পেয়েছি আমি,
এবার সব ই শীতল ।
গোঁড়ায় দিয়েছি
শিকর গাঁথুনি,
সব ছেড়ে, নিশ্চল ।
বসন্তে দেখো,
আমার ছায়ায়
বুদ্ধ আছে বসে ।
চাওয়া পাওয়ার
বাকল আমার,
পড়ছে সব ই খসে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন