বুধবার, ৮ জুলাই, ২০১৫

সমর্পিতব্য মুখোশ ও নগ্নতার এলিজি ~ লুতফুল হোসেন



একে একে খুলে ফেলো সমস্ত মুখোশগুলো !
উন্মোচিত হোক তবে পুরোটাই আজ
নিখাদ উন্মিলনী মগ্নতায়,
সহজ পূর্ণিমা সমান নগ্নতায় ।
কার্পাস বা সিনথেটিকের কোনো
প্রহসন বিহীন । যেনো বুঝি সূতাও
সেখানে না তোলে আড়াল দেয়াল
কোনো কিয়দ আচ্ছাদনে, আমার
নতুবা তোমার, কোনোই খেয়াল
গোপন কথার হিস্যা বা ধরো
ভাবনার কারুকাজে, না তা ও না ।
এই ধরো সূর্য বা চাঁদটার মতো
সব সুন্দর আর অসুন্দরের
নিরেট খোলামেলা উপস্থাপনের ঠিক
যতটুকু কাছাকাছি যাওয়া যায় তার
সমান নিপাট নগ্নতায় হোক
উন্মোচিত আমাদের শরীর মন
স্বপ্ন ও দুঃস্বপ্নেরা, শঠতা আর
মেকী খাতিরের ভন্ডামিরা, ভান ও
ভনিতার হাওয়াই মিঠাই, প্রহসন
ফ্লার্ট প্রগলভতাময় বেলুনেরা ।
কদাকার শরীরের ভাঁজগুলো অতোটা
নয় দৃষ্টিকটু - তোমার মনে
মিথ্যের পোর্ট্রেটে আঁকা ভাবনাগুলো
ঠিক যতোটা । নির্ভয়ে তাই দ্বিধাহীন
খুলে ফেলো সকল পোষাক তোমার
যেমন আমিও খুলছি আমার ।
একটু সাহস করো । পেরে যাবে খুব
অনায়াসে দেখো, শুধু চাইলেই ভালোবেসে ।
ওখানেও খাদ ছিলো কিছু ! তবে থাক । তুমি
বাদ দাও । তোমার হবেনা । আমিও
চেতনার গহীন খুঁটে আঁটকে আছি
যেমন অনিমেষে কোনো সংশয় ভরা
দ্বিধা ও দ্যোতনার ন-হণ্যতে !
[ নগ্নতার সমান নিষ্পাপ আমরা তো
পারিনি হতে কখনোই, যেমন আজও । ]

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...