বুধবার, ৮ জুলাই, ২০১৫

Amélie, তুমি আজ হেডফোনে পিয়ানো ~ নূপুরকান্তি দাস


একর্ডিয়নে হাঁক দিয়ে
রোদেলা দিন কি আনো?
শহরে নেমে’
ওড়নার পিছু পিছু
ফুসলে নিয়ে গেছো
বারান্দার সব প্রজাপতি
‘হোক না কিছু ক্ষতি!’ বলে
মাছবাজার, ময়লার স্তুপ
নর্দমা পেরিয়ে নির্বিকার
হারমোনিকার সুরে মজে
সার্কাসের টিকিট কিনে
পথ হারিয়ে নাজমা ম্যাডামের
ট্রাপিজে চড়তে’
সমস্ত শহর
ভোকাট্টা
ফেঁসে গেছে
সেলফোন টাওয়ারে
চূড়ায় চূড়ায়
তুমি তবে প্রজাপতি-চোর,
স্বপ্ন কেটে কেটে
নেলকাটারে
রাতভর
সেতারের মীড়
আনন্দ রোমন্থন
ব্লুটুথ হেডফোনে
মুভিশেষে অথচ
বিষণ্ণ ভায়োলিন তুমি —
চোখ দুটো
কেঁদে ফোলা ফোলা।
ওদিকে বাইরে হরতাল,
ব্যারিকেড উঠছে
তোমাকে যেতে দেবেনা বলে
দ্যাখোনা
মোড়ে মোড়ে
জমে গেছে
কি বেয়াড়া জটলা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...