বুধবার, ৮ জুলাই, ২০১৫

পরকীয়া-২ অনিরুদ্ধ দাস


আস্তে আস্তে দখল করে
গড়ছো, উপনিবেশ ---
মনজুড়ে বন্যা বন্যা আবেশ---
শুধু প্লাবনের হানাদারি
সপ্তপদীর নিভু নিভু সূষ`,
পশ্চিম দিগন্তে বিলীয়মান
ঘুমঘুম মাদকে ---সব ভেসে যাচ্ছে
মৃগনাভি প্রেমের ---ধূপধূপ নেশায়
ফুলহার---সুদূর তেপান্তরে ;
আয়ান ঘোষের মত নিশ্চল যাপন
অভ্যাসে ---ধ্রুবতারার মত জ্বলজ্বল,
দহনে মগ্ন আত্নসুখ---
মগ্ন এক সাধনায় বিলীন
সৌরঘড়ির মত শুধু
উল্টানোর অপেক্ষায়...
মরুহরিণের মত ছুটে যাওয়া
চোখে, জোৎস্নার নেশানেশা,
বন্ধ্যা জমির দাদনের মত জীবন
শুধু কলম্বাসিক অভিষানের
নেশায় ---হেলেন হরণের
ঝুঁকি নিয়ে ---এ অভিসার;
শুধু এইটুকু স্থিতধী নিয়ে ---
মোমের মত জ্বলি ---অনুক্ষণ...
দীপাবলির রাত হব বলে । 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...