বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭

নিহতো অ্যাটমিক ফলাফল - রাহুল গাঙ্গুলী


ঘূর্ণিঝড়ে তাক করে বসে আছো
নির্জলা অভিপ্রায় : বললেই ফোকাস আউট
কোষের মানপত্র জমিয়ে রাখলে
অন্য দারুচিনি-শিকড়।পরিচিত নয় : যদিও
বিষাক্ত লালায় শরীর শুদ্ধতা।নগ্নরুপি (আকরিক) 

বিবর্ণ শূন্য বিয়োগ।চিরে ছিঁড়ে : আরো অগোছালো
ব্যাঙার্ত রম্বসের আকার।তুমুল পেরিস্কোপ
জন্ম দিচ্ছে খনিজ ইথার।অগোচর দিনোমানে
যতটা হত্যার পিছনে : বিলাপ গন্তব্য

মেরুন পালকের জলসাঘর।জলীয় পরিবেশন
যাবতীয় বিপরীত ছুঁলে।পতন নিশ্চিত
ক্লান্ত ঘামের টুপ।অপারেশনের পর টেবিলঘড়ি
টিকটিক্।ছুটন্ত ট্রেন এবং চাঁদের পাথর
অথচো দূরত্ব বাড়ছে।নির্জল পুনরাবৃত্তির সম্পর্ক

ঢেউ থেকেই ভাসমান : শব্দভেদী পরশনুড়ি
জোয়ার ও ভাঁটার অনুরণন।উবু হয়ে রক্তবমি
কয়েকটা কবিতায় মৃত্যুর ছকভাঙা নীল
যুদ্ধবিমান উড়তে শেখে।সমাপ্তি বা উলু
মৃত পাখির ঠোঁট নাম নিয়ে মহাকাশচারী আগেই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...