বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭

ঈশ্বর বনাম আমি - দূর্বা মিত্র

ঈশ্বর ভদ্রলোকটিকে আমি কখনো দেখিনি | দূর্বা নামক অপদার্থটিকে পৃথিবীর থালায় পরিবেশন করার বিশেষ অভিপ্রায় সেই ভদ্রলোকটির হয়তো ছিল না | 
আমার জন্ম যাতে না হয় - তাই আমার বাবাকে বহুদূরে জঙ্গলে ট্রান্সফার করা হয় - বাবার বাড়ির লোকেরা মায়ের ওপর অকথ্য অত্যাচার চালায় - সে খবর বাবার কাছে পৌঁছয় না |
একমাত্র ঠাকুরদা ছিলেন অন্য গ্রহের প্রাণী - বুক দিয়ে আগলে রাখতেন মেজো বৌমাকে | স্বামীর সাথে বৌমাটির পার্থিব দূরত্ব কখনোই মনোজগতে ঢুকতে দেন নি |
কাজেই একদিন আমি পৃথিবীতে এসেই গেলাম - মায়ের কোল শূন্য রইলো না |
আমাদের ফ্যামিলি ট্রি খানির এক বিচিত্র বৈশিষ্ট্য আছে | ঠাকুমা ফর্সা তো ঠাকুরদা কালো - মাতামহ ফর্সা তো মাতামহী কালো | মা ফর্সা - বাবা কালো | আর আছে ঠাকুরদার বাবার থেকে পাওয়া বিশেষ শিবনেত্র | 
আমাকে কোলে নিয়েই দেখা গেলো ঠাকুরদা - বাবা - আমি -- গায়ের রং সমান কালো - চোখ একরকম শিবনেত্র | ঠাকুরদা তৎক্ষণাৎ নাম রাখলেন শিবানী | বাবা একটু অবাধ্য হলেন | নিজে এয়ার ফোর্স এ থাকায় কাছে থেকে দেখেছেন প্রথম মহিলা পাইলট ক্যাপ্টেন দূর্বা ব্যানার্জি কে | ঠাকুরদার অনুমতি নিয়ে সরকারি নাম রাখলেন দূর্বা |
ওই বৈশিষ্ট্য আমার জীবনকালেই সমাপ্তি ঘোষণা করলো না | 
যে ভদ্রলোক প্রায় জবরদস্তি আমাকে বিয়ে করলেন - ওনার বাড়ি আর আমার বাড়ি রাজি ছিল না - তিনি ইতালিয়ান চেহারার অধিকারী | ফর্সা - ব্রাউন হেয়ার এন্ড আইস |
আমার বংশধারা - এমন কি ব্লাড গ্রুপ অব্দি সঞ্চালিত হলো আমার একমাত্র সন্তানে |
আমার মতো কালো - শিবনেত্র - ব্লাড গ্রুপ B + | ঠাকুরদার ব্লাড গ্রুপ জানা নেই |
বাবার - আমার - ছেলের - এক ব্লাড গ্রুপ এর অনুরণন | ভট্টাচার্য থেকে মিত্র হওয়াতে কোনো বাধাই ঈশ্বর ভদ্রলোক তৈরী করেন নি | দেখা যাক এরপর কি হয় !

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...