বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০১৭

মনখারাপের বিকেল __কৃষ্ণকলি খাটুয়া

বিকেল ৩টা : বিছানা ছেড়ে একটা চেয়ার টেনে সুমি জানালার ধারে গিয়ে বসলো ¦ বাইরে তখনও একনাগাড়ে বৃষ্টি পড়েই চলেছে ¦ যদিও বর্ষাকাল তবুও এটা নাকি নিম্নচাপের বৃষ্টি , সুমি কাল রাত্রে খবরে শুনেছে ...আগামী ৪৮ঘণ্টাতেও আবহাওয়া উন্নতির কোনও সম্ভাবনাই নেই ¦
বৃষ্টিতে ভিজতে সুমি খুব ভালোবাসে আর ভালোবাসে নিজে হাতে নৌকো বানিয়ে বৃষ্টির জলে ভাসিয়ে দিতে ¦কলেজে তৃতীয় বর্ষের ছাত্রী হলেও তার মধ্যে এই ছেলেমানুষীটা এখনো যায়নি ¦ আজ সুমি বৃষ্টি ভেজেনি , নৌকাও ভাসায়নি .. ¦
গতমাসেই ব্রেন হেমরেজের কারণে সুমির মাথায় অস্ত্রোপচার করতে হয়েছে ¦ এখন এই ছোট্ট ঘরটাই তার পৃথিবী ¦ জানালার ধারে বসে সুমি দেখছে কিভাবে পথের পাশে বট গাছটা, স্কুল থেকে ফেরার পথে যার ঝুরি ধরে দোল খেতে খেতে বৃষ্টি ভিজেছে একদিন ;  তাকে ছাড়াই সে আজ মনের সুখে বৃষ্টি ভিজছে ¦ একদল ছেলে  হইহই করতে বৃষ্টি ভিজতে ভিজতে স্কুল থেকে বাড়ি ফিরছে তারই বাড়ির পাশ দিয়ে , যে রাস্তায় একইভাবে সেও একদিন ......
"সুমি , মা আমার ...." মায়ের ডাকে সুমি ফিরে তাকালো ,তার মেঘ কালো মুখ দেখেই মা বললেন - "হ্যাঁ রে সোনা , আবার মনখারাপ করছিস ..."
"মা,আমি কি আর কোনওদিন...."
"ছিঃ ,মা ..ওকথা বলতে নেই ¦ ডক্টর বলেছেন তো, তুমি খুব তাড়াতাড়ি সেরে উঠবে ¦ "
"মা , তুমি খুব ভালো ....." মায়ের আঁচলে মুখ ঢাকে সুমি ¦

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...