রবিবার, ২ জুলাই, ২০১৭

ইনটিউশন না কি আষাঢ়'র দোষ __ জয়ীতা ব্যানার্জী গোস্বামী

অন্তু'র হাত থেকে রিভলভারটা মাটিতে পড়ে যেতেই চোয়াল শক্ত করে বললো নিধি " এখুনি বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে l "
অন্তু তখনও দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে l মাথা ,কানের পেছন দিয়ে নেমে আসছে ঘাম l সামনে সাদা মার্বেলের মেঝেতে উবুর হয়ে পড়ে আছে নন্দন'র সারহীন দেহটা l 
" বিশ্বাস করো নিধি দি ,...আমি এভাবে ...." কথা আটকে এলো অন্তর l 
- " শেষ করে দিলি মানুষটাকে ! এক্কেবারে শেষ ? এবার আমি কোথায় যাব ....."
- " কে মানুষ ! ওই পশুটাকে ?....ওর দাঁতের কামড় খেতেই বেশি আরাম তাই না ? তবে কেন ওভাবে দেখাতে আমাকে দাগগুলো ?"
- " চুপ কর ...আমি চাইনি তুই ওকে মেরে ফেল ,অন্তু ,আমার সিঁথি বিবর্ণ করে তুই কি পেলি বল ..কি ভেবেছিলিস্,লোকটা না থাকলেই আমি তোর হয়ে যাব !! এত্ত লোভ তোর ,এই তোর ভালোবাসা ...." অন্তুর কলার চেপে ধরল নিধি l
ততক্ষণে গুলির শব্দে সিকিউরিটিগার্ড উঠে এসেছে উপরে l অন্তুর গালে সজোরে চড় কষিয়ে মাটিতে বসে পড়লো নিধি l কান্নার আওয়াজে কেঁপে উঠলো " সাবিত্রী মেনশন "
:
দরজা খুলে যেতেই সম্বিত ফিরে পেলো অন্তু l 
" কি হ'ল ,কখন বেল বাজিয়েছি,কোথায় ছিলে ??"
নিধি ইশারায় দেখালো ,আজ নন্দন ঘরে আছে l নিধি রান্নাঘরে চলে যেতেই অন্তু এক গাল হেসে এসে বসলো নন্দন'র মুখোমুখি l একবার ঢোঁক গিলেই বলে উঠলো , " কেমন আছেন স্যার ? বৃষ্টিটা আজ একটু বেশিই ...তাই না ?"

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...