রবিবার, ২ জুলাই, ২০১৭

পরগাছা ___ সিলভিয়া ঘোষ


শিউলি ফুলের মতোন টুপটাপ করে
ঝরে পড়ে আমার আদরগুলো যেদিন
তুমি সেদিন রিমঝিম বৃষ্টিফোঁটার মতো ভিজতে থাকো
:
পাখির মতোন উড়তে উড়তে ছুঁয়ে দিচ্ছি তোমার ঠোঁট
চিবুক, বুক
তুমি নিশ্চল হয়ে উপভোগ করছ সব টুকু
:
সূর্যস্নাত তোমার রান্নাঘরে বেঁচে থাকার লড়াই এর পরেও ছাতিম গাছের মতোন
সব ডাল পালা ছড়িয়ে আদরের পর্দা টেনে রাখো
:
রিনিঝিনি বাজতে থাকে তোমার পাতার চুড়ি
কেমন যেন গাছ গাছ সুখ আমাদের,অথচ
ক্লোরোফিলহীন পরগাছা প্রেমবিলাসী আমরা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...