ছুঁয়ে যাচ্ছ তুমি
বারে বারে তোমার উষ্ণতা মাপছি
ভেসে যাব না ঠিক করেও উতপ্ত
বালুরাশি ভেদ করে তোমার উদ্যত ঊর্মিমালার আকর্ষণে চৌম্বক বলয়ে
প্রবেশ করে চলে যেতে চাই আজি
হারিয়ে যেতে চাই একাকি আমি
তোমার গভীর বুকে সুখ দুঃখের নাও
ভাসিয়ে দেব প্রতিজ্ঞা করেছি
অমূল্য আকর্ষণের নাম দিয়েছি মন মাঝি
বারে বারে তোমার উষ্ণতা মাপছি
ভেসে যাব না ঠিক করেও উতপ্ত
বালুরাশি ভেদ করে তোমার উদ্যত ঊর্মিমালার আকর্ষণে চৌম্বক বলয়ে
প্রবেশ করে চলে যেতে চাই আজি
হারিয়ে যেতে চাই একাকি আমি
তোমার গভীর বুকে সুখ দুঃখের নাও
ভাসিয়ে দেব প্রতিজ্ঞা করেছি
অমূল্য আকর্ষণের নাম দিয়েছি মন মাঝি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন