বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

বিবর্তন ----- জাকিয়া জেসমিন যূথী

মায়ের কোলে জন্ম নিয়ে দোল খেতে খেতে 
বিস্তার ঘটে ভাবনার, ইচ্ছে অনিচ্ছের
তার বিচ্ছুরণ প্রকাশ পায় বিভিন্ন আচরণে
.
হামাগুড়ি দিয়ে বাড়ে বয়েস, ডালপালা ছড়ায় সুখ
ঘর হতে বাড়িয়ে পা, দেখি চারপাশের পরিবেশ
গাছের ডালে, বাড়ির ছাদে, এথায় ওথায় বাহাদুরি
.
এরপর শৈশব ছাড়িয়ে কৈশোরের অদম্য আকাশ
এ পাড়াটা পেরোলেই সামনে বিস্তৃত তেপান্তরের মাঠ
আসলে বিপদ উদ্ধার করে নেবে অচেনা রাজপুত
.
কল্পনার রাজ্য থেকে রঙ ফিকে হতে থাকে তারুণ্যে
পাওয়া না পাওয়া, ইচ্ছের পাখিরা সুখের খোঁজে অদম্য
কল্পনাকে ভর দিয়ে উড়ে চলি দূর দূরান্তে বাঁধাহীন দূরন্ত
.
যৌবনে বসে বুনি ভবিষ্যত সুখ স্বপ্নের রঙ্গিন খাঁচা
পাশে খুঁজি শক্ত অবলম্বন যার কাঁধে রাখবো বৃদ্ধ মাথা
দু জোড়া হাত কাঁধে বেঁধে কাঁধ পাড়ি জমাবো অচিনপুর
.
এভাবে একের পরে এক পরিবর্তন নতুন নতুন পথে ধাবমান
জীবন শেখালো অনেক কিছু, দিলো অনেক অনেক জ্ঞান
এভাবেই কেটে যায় নিয়তি, ধরার নিয়মে জীবন বহমান 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...