বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০১৭

অলক্ষে বদলে গেছে ঋতু ---- জয়ীতা ব্যানার্জী গোস্বামী

প্রেক্ষাপট :
চাদরের ভাঁজে বসন্ত সাজিয়ে ঘুমিয়েছে শহর
নকশা বোনা সূঁচের ডগায় ছাপোষা নীল সুতোর কনসেপ্ট তুচ্ছ করে
আত্মকেন্দ্রিক কবি নিমেষেই পৌঁছতে চাইছে পলাশরঙা ভোরে
:
নক্ষত্র সাজিয়ে রাখছে শিশু নক্ষত্রের আকাশ
আর জারজ'দের জন্য বরাদ্দ হচ্ছে সীমাহীন ছায়াপথ
:
রিভলিউশন ঘেঁটে আগামীর কথা বলছে না কেউ
স্মৃতি উপড়ে খুব দ্রুত গজিয়ে উঠছে বরফের ইমারত
পাশেই হাই রাইজ লিখে রাখছে প্রহর শেষের নীরবতা
রাত্রি স্বচ্ছ হচ্ছে আরও.......স্বচ্ছন্দ হচ্ছে ক্রমে
:
ঘটনাক্রম :
হঠাৎ ভোরের কাছাকাছি পাখি'রা গেলে খবর নিয়ে আসে....
এ শহরে প্রচন্ড গ্রীষ্ম এখন
:
চাদরের ভাঁজে ততক্ষণে নিথর হয়ে এসেছে কোকিলের দেহ
কাল রাতে নিঃশব্দে ঝড় এসেছিল....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...