প্রেক্ষাপট :
চাদরের ভাঁজে বসন্ত সাজিয়ে ঘুমিয়েছে শহর
নকশা বোনা সূঁচের ডগায় ছাপোষা নীল সুতোর কনসেপ্ট তুচ্ছ করে
আত্মকেন্দ্রিক কবি নিমেষেই পৌঁছতে চাইছে পলাশরঙা ভোরে
:
নক্ষত্র সাজিয়ে রাখছে শিশু নক্ষত্রের আকাশ
আর জারজ'দের জন্য বরাদ্দ হচ্ছে সীমাহীন ছায়াপথ
:
রিভলিউশন ঘেঁটে আগামীর কথা বলছে না কেউ
স্মৃতি উপড়ে খুব দ্রুত গজিয়ে উঠছে বরফের ইমারত
পাশেই হাই রাইজ লিখে রাখছে প্রহর শেষের নীরবতা
রাত্রি স্বচ্ছ হচ্ছে আরও.......স্বচ্ছন্দ হচ্ছে ক্রমে
:
ঘটনাক্রম :
হঠাৎ ভোরের কাছাকাছি পাখি'রা গেলে খবর নিয়ে আসে....
এ শহরে প্রচন্ড গ্রীষ্ম এখন
:
চাদরের ভাঁজে ততক্ষণে নিথর হয়ে এসেছে কোকিলের দেহ
কাল রাতে নিঃশব্দে ঝড় এসেছিল....
চাদরের ভাঁজে বসন্ত সাজিয়ে ঘুমিয়েছে শহর
নকশা বোনা সূঁচের ডগায় ছাপোষা নীল সুতোর কনসেপ্ট তুচ্ছ করে
আত্মকেন্দ্রিক কবি নিমেষেই পৌঁছতে চাইছে পলাশরঙা ভোরে
:
নক্ষত্র সাজিয়ে রাখছে শিশু নক্ষত্রের আকাশ
আর জারজ'দের জন্য বরাদ্দ হচ্ছে সীমাহীন ছায়াপথ
:
রিভলিউশন ঘেঁটে আগামীর কথা বলছে না কেউ
স্মৃতি উপড়ে খুব দ্রুত গজিয়ে উঠছে বরফের ইমারত
পাশেই হাই রাইজ লিখে রাখছে প্রহর শেষের নীরবতা
রাত্রি স্বচ্ছ হচ্ছে আরও.......স্বচ্ছন্দ হচ্ছে ক্রমে
:
ঘটনাক্রম :
হঠাৎ ভোরের কাছাকাছি পাখি'রা গেলে খবর নিয়ে আসে....
এ শহরে প্রচন্ড গ্রীষ্ম এখন
:
চাদরের ভাঁজে ততক্ষণে নিথর হয়ে এসেছে কোকিলের দেহ
কাল রাতে নিঃশব্দে ঝড় এসেছিল....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন