সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

সময় ---- সুব্রত ব্যানার্জী

সময়ের বোহেমিয়ানা খোলস ছাড়ে
পড়ে থাকে নগ্ন অতীতের পায়ের ছাপ
ক্লান্ত রিক্ততা মুক্তি পায়
সূর্যাস্তের ঘোলাটে ছায়ায়

বর্তমানের সাঁকোটা দুলছে
অদৃশ্য টান পেছনে ফিরে তাকাবার
কাঁচের জানলায় মিথ্যে অবয়ব
ফাঁদ পাতে মায়াজালের

ভবিষ্যতের স্বপ্নসন্ধানী ঊষর দৃষ্টি
তাড়িয়ে ফেরে মনখারাপ
উনিশ কুড়ির গন্ধ মেখে চোখে
সময় বদলায় কালের স্রোতে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...