এই যে অবয়ব মেখে থাকাটা
এটা আসলে জুত করে বিশেষ্যর আগে বিশেষণ
অথচ ছুঁতে চাইলেই সব ধুলো
-
সব চিন্তা পরমং হবার আগেই একটু থিতিয়ে যাওয়া
এই তো আসলে জীবনের সারমর্ম
-
জলের সাথে শব্দ মিশিয়ে দেওয়া পরমাহ্ন
অথবা শত প্রতিকুল পরিস্থিতেও আদরে আবদারে বেঁচে থাকাটা
এই তো আসলে জীবন
-
পুরনো ফিলোসফি একটু ঘাঁটলে দেখতে পাওয়া যাবে
অনন্ত অসীম বিস্তারের মাঝেও আসলে বাস করে এক পরম শূন্যতা
আছোঁয়া জলরাশির মাঝেও ... থেকে যায় যাপিত জীবনের শেষ চটিজোড়া
-
বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও না ছাড়ার সেই অনুষঙ্গ মিথ্যা প্রমাণিত হয়
জীবনের লাটাই ছাড়ার ক্যানভাসে
-
প্রবেশ আর প্রস্থানের চিরাচরিত ধারণার মধ্যে বেঁচে থাকে
জীবনের তেরো পার্বণী
এটা আসলে জুত করে বিশেষ্যর আগে বিশেষণ
অথচ ছুঁতে চাইলেই সব ধুলো
-
সব চিন্তা পরমং হবার আগেই একটু থিতিয়ে যাওয়া
এই তো আসলে জীবনের সারমর্ম
-
জলের সাথে শব্দ মিশিয়ে দেওয়া পরমাহ্ন
অথবা শত প্রতিকুল পরিস্থিতেও আদরে আবদারে বেঁচে থাকাটা
এই তো আসলে জীবন
-
পুরনো ফিলোসফি একটু ঘাঁটলে দেখতে পাওয়া যাবে
অনন্ত অসীম বিস্তারের মাঝেও আসলে বাস করে এক পরম শূন্যতা
আছোঁয়া জলরাশির মাঝেও ... থেকে যায় যাপিত জীবনের শেষ চটিজোড়া
-
বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও না ছাড়ার সেই অনুষঙ্গ মিথ্যা প্রমাণিত হয়
জীবনের লাটাই ছাড়ার ক্যানভাসে
-
প্রবেশ আর প্রস্থানের চিরাচরিত ধারণার মধ্যে বেঁচে থাকে
জীবনের তেরো পার্বণী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন