সোনা রঙের রোদ্দুরে দাঁড়িয়ে ছিল সেই মেয়ে
তার পিঠ ছাপিয়ে মেঘ, তার বৃষ্টি দুচোখ বেয়ে
একটু দেখি আয় না তোকে, একটু দেখি তোরে
কি দিয়ে আজ বশ মানালি, কোন সোহাগের জোরে
তোর স্বপ্নমাখা হৃদমাঝারে কে ঐ মালিকা
মিস্টি আবেগে বলিস শুধুই সে এক বালিকা
প্রেমবরিষার স্রোতে কেবা কাঁদে- কেবা হাসে
বলব না যাঃ, কে কারে বা কখন ভালোবাসে?
থাক না কেন আলো করে মঞ্জিলেতে সবার
একটু না হয় মৃদু হেসে, ছুঁড়িস প্রেমের জোয়ার।
সময় দিয়ে বক্ষে নিয়ে চুমি সেই ঝঙ্কার
আপন সুরে দিস তা ভরে সকল ছিদ্র তার
তোর রূপের কাছে খাটে না তো একটু গর্ব করা
তোর পায়েতেই তাইতো আমি দিই কেবল ধরা
তার পিঠ ছাপিয়ে মেঘ, তার বৃষ্টি দুচোখ বেয়ে
একটু দেখি আয় না তোকে, একটু দেখি তোরে
কি দিয়ে আজ বশ মানালি, কোন সোহাগের জোরে
তোর স্বপ্নমাখা হৃদমাঝারে কে ঐ মালিকা
মিস্টি আবেগে বলিস শুধুই সে এক বালিকা
প্রেমবরিষার স্রোতে কেবা কাঁদে- কেবা হাসে
বলব না যাঃ, কে কারে বা কখন ভালোবাসে?
থাক না কেন আলো করে মঞ্জিলেতে সবার
একটু না হয় মৃদু হেসে, ছুঁড়িস প্রেমের জোয়ার।
সময় দিয়ে বক্ষে নিয়ে চুমি সেই ঝঙ্কার
আপন সুরে দিস তা ভরে সকল ছিদ্র তার
তোর রূপের কাছে খাটে না তো একটু গর্ব করা
তোর পায়েতেই তাইতো আমি দিই কেবল ধরা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন