সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

আহা আজি এ বসন্তে ---- দূর্বা মিত্র

দেখো বাপু ---প্রচন্ড গরম, ভিজে যাওয়া গরম, হাওয়া দেয়া গরম, চাদর নেয়া গরম ----আর এই চাদর ছাড়া গরম ----ব্যস কলকাতায় এই হচ্ছে ঋতু বর্ণনা |

তা ওই চাদর ছাড়া গরমটা হলো গিয়ে বসন্ত | বেশ | চিরটাকাল ওই বসন্তেই যাবতীয় পরীক্ষার প্রস্তুতিপর্ব | বেশ একটা মাখোমাখো প্রেম প্রেম ভাব নেবার সুযোগই এলোনা | প্রেম বোঝার আগেই সেই বর ভদ্রলোক প্রায় পনিটেল পাকড়ে বিয়ে বস্তুটাতে "হ্যাঁ" করিয়ে নিলেন | মিটে গেলো সমস্যা !

না-- মিটলো না ! সাল টা ১৯৯২ -- চাদর নেয়া গরম -- মানে শীতকাল --- ভদ্রলোকটির চাকরিস্থল বোম্বে | ৬ই ডিসেম্বর এর দাঙ্গার পরে তিনি নিখোঁজ হয়ে গেলেন | বড়ো বিমানসংস্থা ----বহু চেষ্টা করেও খবর জোগাড় হচ্ছিলো না | হবু শাশুড়িমা কেঁদে কেটে আমাকেই দায়িত্ব দিলেন --- ছোট ছেলেকে ফিরিয়ে আনতে | 

সৌভাগ্যক্রমে একখানি বনধু ছিল --- RAW সংস্থার কর্মী --- সে খবর জোগাড় করলো --- বেঁচে আছে -- তবে সেফ হাউস এ |

আমার বাবা আর ওর মা আর কোনো ঝুঁকি নিলেন না | ৫ই ফেব্রুয়ারী রেজিস্ট্রি, ৭ই বিয়ে | 

যাক --- বসন্ত এলো তবে আমার জীবনে !! বেশ বেশ |

কোথায় বা কি --- ভূতের ফাঁকি --- মিলিয়ে গেলো চট করে !

দিন ২০ বাদে বোম্বে গেলাম --- এক বস্তা খুশি ঘাড়ে করে |

এক মাস ও গেলোনা ---- হোলির পরেই শুরু কুখ্যাত বোম্বে বম্বিং ১৯৯৩ |

৩ দিনের জন্যে নিপাত্তা --- বিমানবন্দরে সুরক্ষা বলয়ে আটক !

এক মাসের মাথায় কলকাতায় রেখে গেলো | পরের বসন্তে যাবো --- শুরু হলো প্লেগ !

তারপরের বসন্তে -- ১৯৯৫ তে গেলাম | 

মধু বসন্তে মধু যামিনী --- প্রেম, বিয়ে --- পার করেও দু বছর পরে হস্তগত হলো | সেই থেকেই বসন্ত নামেই আমার পেটের ওপর দিকে কেমন গুড়গুড় আওয়াজ হতে থাকে | 

কবে যাবে এ বসন্ত ! 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...