সোমবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৭

নতুন জীবন ---- চন্দ্রিমা গুপ্ত

ওপারে যেতে হবে নৌকো টলমল 
অসময়ের ঝড়ে তোলপার নদী ....
আরো যাত্রীর মাঝে ওরা দুজন ,বাড়ি ছেড়ে বেশ দূরে 
প্রেমের কলি ফুটেছে সবে 
দুরন্ত অস্থিরতায় মন ছুটে চলে স্বপ্ন ঘিরে 
বাস্তবের বেড়াজাল ভাঙ্গার আনন্দে উচ্ছল 

মাঝনদীতে জলোচ্ছাস !
বিপদের হাতছানি,ভীত-সন্ত্রস্ত যাত্রী
:মৃত্যুর সামনে দুজনের শপথ বাঁচবে একসাথে
 ,মৃত্যু যদি ডেকে নেয় একসাথে দেবে প্রান
 দুজনের দুটো হাত একসাথে শক্ত মুঠোয়
আকস্মিক মাঝির উল্লাস ওই তো পার দেখা যায়
 --মুহূর্ত জীবন্ত হয় ওদের দু চোখের তারায়,স্বপ্নেরা উঁকি দেয় :

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...